সমাজের আলো : ফরিদপুরের নগরকান্দায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ব্যক্তি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের লাবলু শেখের ছেলে আবু সাইদ (১৮)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে কিশোরীর মা ও দাদি পাশের বাড়িতে ধান শুকানোর জন্য যান। এ সুযোগে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী মো. আবু সাইদ। অন্যদিকে ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।ভুক্তভোগীর মা জানান, আমার মেয়েকে ধর্ষণ করেছে আবু সাইদ। আমার স্বামী সেদিন বাড়িতে না থাকায় থানায় অভিযোগ দিতে আমার দেরি হয়েছে।সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান জানান, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। এ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

