সমাজের আলো: মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ায় এক ফার্মেসির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন ৭ম শ্রেণীর ছাত্র আদনান সামী। এরপর সেই অভিযোগ খতিয়ে দেখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযোগের সত্যতা মেলায় তাৎক্ষণিক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আর নিয়ম অনুযায়ী এই জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ৫ হাজার টাকা তুলে দেওয়া হয় অভিযোগকারী স্কুলছাত্র আদনানের হাতে।

