সমাজের আলো।। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আজীবন সদস্য, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় খান আতিয়ূর রহমান আদর্শ আহ্ছানিয়া মিশনের সহ সভাপতি, বিশিষ্ট সমাজসেবক সাতক্ষীরার ঐতিহ্যবাহী জিন্নাত ফার্মেসীর স্বত্বাধিকারী আলহাজ্জ গোলাম মোস্তফা (৭৮) বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় কামাননগর ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
বেলা ১১টায় মাহমুদপুর নিজস্ব বায়ীতে এবং বাদ জোহর নলতা শরীফ শাহী জামে মসজিদে তৃতীয় নামাজে জানাজা শেষে সেখানে দাফন করা হবে।
