সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী গ্রামে শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হাসিবুল হাসান হাসিব (২১)নামের এক যুবকের গলায় রশি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

খবরে প্রকাশ, সে প্রতিদিনের ন্যায় ঐ দিন রাতে খাওয়ার পর নিজ শয়ন কক্ষে শুয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে বারটার দিকে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করে। আত্মহনন কারী ঐ যুবকের আর কয়েক দিন পর কানাডায় যাওয়ার কথা ছিল। তার পিতার নাম মৃত হাফেজ জাহাঙ্গীর আলম এবং তার দাদার নাম আবু জাফর (পীর সাহেব ফিংড়ী)। দু ভাইয়ের মধ্যে সে বড় এবং তার ছোট একটা ভাই আছে। মা-বাবা দুজনই মারা যাওয়ায় তার এক খালা তাদের কে দেখাশোনা করতেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মাহফুজ সরদার। সদা হাস্যজজ্বল টগবগে যুবকের এমন অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি কুষ্টিয়ার এক মেয়ের সাথে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত কয়েক দিন আগে মেয়েটির অন্যত্র বিয়ে হওয়ার অভিমানে সে আত্মহত্যা করেছে বলে ব্রহ্মরাজ পুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই আরিফুল ইসলাম আরিফ এ প্রতিনিধিকে জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *