সমাজের আলো : করোনাভাইরাসের টিকা নিতে সারা দেশে শুরু হওয়া ক্যাম্পেইনে উপচে পড়া ভিড় ছিল কেন্দ্রে কেন্দ্রে। অনেক কেন্দ্রে ছিল না স্বাস্থ্যবিধির বালাই। ছিল বিশৃঙ্খলা আর অনিয়মের অভিযোগ। কয়েক জায়গায় একই ব্যক্তিকে দুইবার টিকা দেয়ার ঘটনা ঘটেছে। রংপুরের পীরগঞ্জে টিকা নেয়ার দুই ঘণ্টা পর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে ওই বৃদ্ধের আগে থেকেই শারীরিক সমস্যা ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। পূর্ব ঘোষিত টিকাদান কর্মসূচি গতকাল সকাল ৯টা থেকে শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন হাজারো মানুষ। প্রতি কেন্দ্রে ২০০ জনকে টিকা দেয়ার লক্ষ্য থাকলেও কোনো কোনো কেন্দ্রে বাড়তি মানুষ ভিড় করায় শেষ পর্যন্ত টিকা ছাড়াই বাড়ি ফিরে যান তারা। কেন্দ্রে দীর্ঘ সারি, জটলা, রাজনৈতিক প্রচার- এমন নানা চিত্র দেখা গেছে। করোনাভাইরাসের উপসর্গ, সর্দি, জ্বর, কাশি এমন সমস্যা নিয়েও অনেককে কেন্দ্রে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়ভাবে প্রচার প্রচারণার অভাবে এমনটি হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানিয়েছেন। অনেক কেন্দ্রে বিশৃঙ্খলা থাকলেও কোনো কোনো কেন্দ্রে শৃঙ্খলাও ছিল চোখে পড়ার মতো।

