সমাজের আলো ঃ নেই বৈধ কাগজপত্র। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে ফুসকা। কারখানা নাম ঠিকানা নেই। প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য কিছু নেই। আছে শুধু ফুসকা। আর এই ফুসকা তৈরির কারিগরের বড় বড় নখে ময়লা দেখে চমকে উঠা অবিশ্বাস্য নয়।মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে ফুসকা কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার ও আইন শৃংখলা রক্ষায় পুলিশ বাহিনী।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *