সমাজের আলো।। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সবাইকে নিয়ে উৎসব-মুখরভাবে নির্বাচন করতে চায় সরকার। এমন একটি নির্বাচন করে দেয়া সরকারের দায়িত্ব। সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রমনায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ঐকমত্য কমিশনের সদস্যরা অংশ নেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ঐকমত্য কমিশন দীর্ঘ প্রচেষ্টায় একটি জায়গায় এসেছে। এজন্য সবাইকে একান্তভাবে ধন্যবাদ দিতে চাই। জুলাই জাতীয় সনদ পৃথিবীর রাজনৈতিক সিস্টেমের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আপনারা একটি অসম্ভবকে সম্ভব করেছেন। কেউ চিন্তা করেনি শেষ পর্যন্ত এটা হবে।
