• কালিগঞ্জ প্রতিনিধি।।

    কালিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি, মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে তিনজন নামীয়সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শেখ জাহাঙ্গীর আলম (৫৪) নামের এক ব্যবসায়ী। অভিযোগ সূত্রে জানা যায়, শেখ জাহাঙ্গীর আলম কালিগঞ্জের মৌতলা গ্রামের মৃত শেখ আনোয়ার হোসেনের পুত্র এবং “মেসার্স রায়হান এন্টারপ্রাইজ” নামক ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, রাজনৈতিক মতবিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে হুমকি-ধামকি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তিনি দেখতে পান, অভিযুক্ত শেখ মিনহাজ (২০), শেখ নাঈম হোসেন (৩২) ও শেখ হযরত আলী (৪৪) নিজ নিজ ফেসবুক আইডি (Sk Minhaz, Sk Nayem ও “Shekh Hozrot”) থেকে তার নাম, ছবি ও তথ্য বিকৃত করে বাজে ক্যাপশনসহ মানহানিকর পোস্ট প্রচার করছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি শেখ জাহাঙ্গীর আলমের ছোট ভাই শেখ আলমগীর হোসেনকে জড়িয়ে নারীঘটিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও ফেসবুকে প্রচার করা হয়। উক্ত ভিডিওতে প্রকাশিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে দাবি করেন জাহাঙ্গীর আলম। তিনি জানান, “আসলে কোনো নারীঘটিত ঘটনা ঘটেনি। বরং পরিকল্পিতভাবে আমার ভাইকে সামাজিকভাবে হেয় করার জন্য কিছু ব্যক্তি ভিডিও সম্পাদনা করে মিথ্যা ক্যাপশনসহ ফেসবুকে ছড়িয়ে দেয়।স্থানীয় সূত্রে জানা যায়, প্রকৃত ঘটনায় আলমগীর হোসেনকে রাস্তা দিয়ে যাওয়ার পথে তুলে নিয়ে কিছু স্থানীয় ব্যক্তি শারীরিকভাবে নির্যাতন করেন।এরপর উল্টোভাবে তাকে জড়িয়ে ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়, যাতে পরিবার ও সমাজে তাদের মানহানি ঘটে। শেখ জাহাঙ্গীর আলম বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে আমার জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে এবং সামাজিক অবস্থান নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমি এই ন্যক্কারজনক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অপপ্রচার শুধু ব্যক্তিকে নয়, সমাজকেও বিভক্ত করে ফেলছে। তাই এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ মৃধা বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *