নিজস্ব প্রতিনিধি : শোকাবহ অশ্রুঝরা ১৫ আগস্ট মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় এবং যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, কাজী শরিফুল ইসলাম, শেখ মাকফুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জোহর আলী, কোষাধ্যক্ষ মো. মাছুম বিল্লাহ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, আলমগীর হোসেন, ইউছুফ আলী, রকিব হোসেন, মিলন হোসেন, আজাদ আলী, সাইফুল ইসলাম ও শরিফুল ইসলাম প্রমুখ। জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় এবং যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সংগঠনের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাসকে আহবায় ও সাংগঠনিক সম্পাদক মো. জোহর আলীকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়। জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে: সূর্য উদয় ক্ষণে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দুপুরে গণভোজ, বাদ আছর ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল। প্রস্ততি সভায় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দসহ শ্রমিকলীগের অন্তভূক্ত বিভিন্ন ট্রেড ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *