সমাজের আলো : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় আলোর মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি বিশ^জিৎ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জী, খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি স্বপন বৈরাগী, অসীম কুমার দাস সোনা, নিত্যানন্দ আমিন, অধ্যক্ষ শিবপদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, অমিত ঘোষ বাপ্পা ও সুজন বিশ^াসসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ, জেলা মন্দির সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সনাতন ধর্মালম্বী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোর মিছিল শহরের মিনি মার্কেট সংলগ্ন সংগঠনের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে এবং বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিসহ নেতৃবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *