সমাজের আলো : ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আগে জবানবন্দী দিয়ে গেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকান্ডের অন্যতম খুনী ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ। খুনী মাজেদের জবানবন্দীতে উঠে এসেছে ওই নৃশংস হত্যাকান্ডের নেপথ্যে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, জেনারেল জিয়াউর রহমানের ভূমিকা। জিয়াউর রহমান জড়িত থাকার বিষয়ে মাজেদের দেয়া জবানবন্দীটির ভিডিও চিত্র করেছে তদন্তকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ ২৫ বছর ধরে পালিয়ে ছিল ভারতে। করোনাভাইরাস আতঙ্কে ভারত থেকে গত ২৬ মার্চ ময়মনসিংহ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার পর গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার এক সপ্তাহের মধ্যেই কার্যকর হয় খুনী ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসির দন্ড। ফাঁসিতে ঝোলার আগে বঙ্গবন্ধুর এই খুনী জবানবন্দী দিয়েছে। মাজেদের জবানবন্দীতে উঠে এসেছে ওই নৃশংস হত্যাকা-ের নেপথ্যে ছিলেন জেনারেল জিয়াউর রহমান।

