একরামুজ্জামান জনিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯২ তম জন্ম বাষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে বৃক্ষ রোপণ করা হয়েছে।

সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরা সরকারি কলেজে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির সময় উপস্থত ছিলেন সরকারি কলেজে অধ্যক্ষ আমানুল্লা আল হাদি, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়,কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু,কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাহিম,পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি আবিদ হাসান, ভৌমরা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পদক আশিশ কুমার ঘোস,১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাজী মুনতাসীর আহমেদ,২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এস এম জাকির হোসে, সরকারি কলেজের দ্বাদশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পদক মোঃ শাকিল খান,সরকারি কলেজের মুক্তিযুদ্ধা হল ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বাষিকী জেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি পালন করছে। সাতক্ষীরা সরকারি কলেজে ৯২টি বৃক্ষরোপণ করা হয়েছে। বিনম্র চিত্তে ফজিলাতুন্নেসাকে স্মরণ করছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *