সমাজের আলো: এক আসামির সঙ্গে নাম মিলে যাওয়ায় প্রাণ গেছে এক নিরপরাধের। বন্দুকযুদ্ধে নিহতের খবর গণমাধ্যমে দেখে আদালতে হাজির হয় আসল আসামি। দুই বছর আগে মারধরের অভিযোগে মামলা হয় চট্টগ্রাম আদালতে। এই মামলার অভিযোগপত্র দাখিল হয় গত বছরের ১৫ অক্টোবর। চার্জশিটে বলা হয়, আসামি জয়নাল বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আবেদন করা হয় অন্য আসামির বিচার শুরুর। ‘মৃত’ জয়নালকে মামলা থেকে অব্যাহতি দেয় আদালত। বন্দুকযুদ্ধে আসামির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপরই কাহিনীর মোড় ঘুরে যায়। আদালতে হাজির আসামি জয়নাল। আবেদন করে জানান, মারা যাননি তিনি। তাহলে, প্রথম যে জয়নাল বন্দুকযুদ্ধে মারা গেলেন তিনি কে?
