সমাজের আলোঃ বন্ধন টেলিমিডিয়ার কমিটি গঠন করা হয়েছে।সোমবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকলের সম্মতিক্রমে অতুল কুমার ঘোষ কে সভাপতি ও আসিফুল আলম(আসিফ) কে সাধারন সম্পাদক করে২১সদস্যের কায্যকারী কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি – শেখ মনিরুল ইসলাম (মনির), সহ-সভাপতি – মোঃ ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক- মোঃ আরিফুজ্জামান আপন, কবিরুল ইসলাম,কর্ণ বিশ্বাস কেডি, সাংগঠনিক সম্পাদক – মোঃ সাঈদ হোসেন, দপ্তর সম্পাদক – মোঃ ইমদাদুল হক, অর্থ সম্পাদক – আ ন ম হাসিবুল হাসান, প্রচার সম্পাদক – মোঃ আতাউর রহমান (সজল), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক – আয়শা খাতুন (খুকুমনি), সমাজ কল্যাণ সম্পাদক – আনিছুর রহমান (আনিছ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – তনিমা ঢালী, সদস্য – পূর্ণ চন্দ্র বিশ্বাস, মায়া, সদস্য – পপী মন্ডল,ইকবাল হোসেন,আমিনুর রহমান, ডেইজি,ইসমাইল হোসেন। এসময় লাইভে সংযুক্ত ছিলেন টিভি নাট্য পরিচালক মোঃ মুচা করিম,বন্ধন শিল্পী সংসদের সভাপতি কৃষি কর্মকর্তা মোঃজিয়াউল হক, সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী মোঃ আরিফুজ্জামান আপন, সহ শিল্পী বৃন্দ সংযুক্ত ছিলেন।
