সমাজের আলো : ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে পুলিশের তিন পুলিশকে রিকশাচালকের ৬০০ টাকা কেড়ে নেয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। তার আগে রিকশাচালকের কাছ থেকে ৬০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগের একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। একদিনের রোজগারের টাকা নিয়ে যাওয়ায়, পরদিন না খেয়েই রোজা রাখতে হয় শামীম নামের ভুক্তভোগী ওই রিকশাচালককে। বিষয়টি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টি আকর্ষণ করে সচেতন এক নাগরিক একটি বার্তা পাঠান।বার্তার প্রেক্ষিতেই ব্যবস্থা নেয়া হয় বলে জানা যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *