সমাজের আলো : করোনাভাইরাসে সংক্রমিত। এদিকে পার হয়ে যাচ্ছে বিয়ের লগ্ন। তাই আর অপেক্ষায় থাকেননি কনে। একেবারে পিপিই পরে চলে গেছেন বিয়ের মঞ্চে। হাসপাতালের ওয়ার্ডেই সীমিত পরিসরে বিয়ে হয়েছে দুজনের। ভিন্ন আয়োজনে এই বিয়ের ঘটনা ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। কেরালার আলাপপুঝা ভ্যান্ডানাম সরকারি হাসপাতালে করোনা ওয়ার্ডে বিশেষ একটি কক্ষে সীমিত পরিসরে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথা অনুসারে বর সরথমন কনে আভিরামিকে মঙ্গলসূত্র পরিয়ে দেন। এ সময় বরের মাও সেখানে উপস্থিত ছিলেন। তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক