সমাজের আলো ঃ বহিষ্কার হয়েছেন দলের সব ধরনের পদ থেকে, দাপ্তরিকভাবে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে। তিনি বলেন, ‘বেলা ১২টার দিকে বিএনপির একজন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আমাকে ফোন করে বললেন, আপনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে শুনলাম। আমি তাকে বললাম, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমি এই মুহূর্তে গ্রামে নতুন করে টমেটোর চারা লাগাচ্ছি।বহিষ্কার হয়েছেন দলের সব ধরনের পদ থেকে, দাপ্তরিকভাবে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে। তিনি বলেন, ‘বেলা ১২টার দিকে বিএনপির একজন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আমাকে ফোন করে বললেন, আপনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে শুনলাম। আমি তাকে বললাম, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমি এই মুহূর্তে গ্রামে নতুন করে টমেটোর চারা লাগাচ্ছি।রবিবার দুপুরে এক প্রতিক্রিয়ায় কথাগুলো বলেন সাবেক এই বিএনপি নেতা।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের বলেন, ‘দলীয় শৃঙ্খলার পরিপন্থীতে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫ এর গ ধারা মোতাবেক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ’
বহিষ্কারের বিষয়ে আখতারুজ্জামান বলেন, ‘খবরটা শুনে শুরুতে আমার হাসি পেল।

