আলতাফ হোসেন লাল্টু সিডনি অস্ট্রেলিয়া: ঐতিহাসিক ছয় দফা দিবস কে স্বরন করে বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি শাখার আয়োজনে লাকেম্বা বনফুল রেস্টুরেন্টের হল রুমে দলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব গাউসুল আলম শাহজাদা । পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল ফয়সাল আজাদ । অনুষ্ঠানে দোয়া ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করেন ফরিদপুর কাসিয়ানি কলেজের সাবেক ভিপি জনাব হাবিবুর ।
করোনা কালীন সময়ে সংগঠনের নিজস্ব তহবিল থেকে অসহায় ছাত্র ও মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং তহবিলের হিসাবের সম্পাদন করা হয় । হিসাব পেশ করেন সংগঠনের ্ট্রেজারার জনাব আব্দুল ছালাম । ডঃ তরিকুল ইসলাম করোনা পরবর্তীতে করনীয় দিকনির্দেশনা প্রদান করে বক্তব্য দেন । ঐতিহাসিক ছয় দফার তাৎপর্য ও স্বাধীনতা যুদ্ধের অপরিহার্যতা নিয়ে বঙ্গবন্ধুর ভূমিকার উপর আলোকপাত করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসেন লালটু ।সভাপতি মূল বক্তৃতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর করনীয় এবং সংগঠনের অভ্যন্তরীণ সোর্স থেকে ফান্ড গঠন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ত্রাণ ও পুনর্বাসন তহবিলে বৈদেশিক মুদ্রা প্রেরণের উপর গুরুত্বরোপ করেন । সেক্রেটারি জেনারেল দলের দুঃসময়ের সাথীদের ধন্যবাদ জ্ঞাপন করে সংগঠনের মধ্যে অসুস্থ সদস্যদের এবং পরিবারের কিছু সদস্যের মৃত্যু বরন করাতে সমবেদনা ও শোক প্রস্তাব করেন । আলোচনা শেষের পর্যায়ে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি জনাব আইনজীবী সিরাজুল হক হাজির হয়ে নৈশ্য ভোজে অংশ গ্রহণ করেন ।সভাপতি সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করে সভার মুলতবি ঘোষণা করেন ।

