সমাজের আলো : ১১ ফেব্রুয়ারী ২০২২ রোজ শুক্রবার সকাল ১১.০০ টায় তালা উপজেলায় ১২ টি ইউনিয়নের প্রতিনিধিদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।দেবাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী,
সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল,
পৌর শাখার আহবায়ক আশরাফ সরদার সহ তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমজীবী-পেশাজীবী-কর্মজীবীদের নিয়ে
সাতক্ষীরা তালা উপজেলার কমিটি গঠিত হয়। আশিষ কুমার সরকারক সভাপতি ও মোঃ শাহিনুর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক করেন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী বলেন,
কৃষিভিত্তিক শিল্প-জোন,পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন,জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির জন্য পরিকল্পিত ভাবে নদী-খাল খননের দাবিতে নব গঠিত কমিটি সোচ্চার থাকবে।
প্রাদেশিক সরকার, দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের জন্য জনমত গড়ে তোলা এখন সময়ের দাবি।

