সমাজের আলো : রবিবার বেলা ১২টার দিকে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান। উপস্থিত ছিলেন জেলা গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ কমিটির সদস্যগণ।
সাতক্ষীরা জেলার প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক-কর্মচারীদের ১৯টি পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর পক্ষ থেকে ৫ লক্ষ ৫৯ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান ও শ্রম মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহবুব আলম।

