সমাজের আলো।। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে একটি নতুন সামরিক ঘাঁটি বসিয়েছে ভারতের সেনাবাহিনী। ‘মিনিমাল টাইমফ্রেমে’র মধ্যে তা বসানো হয়েছে। প্রতিবেশী এই দেশের সীমান্ত বরাবর নিরাপত্তা শক্তিশালী করতে আসামের ধুবরিতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তুলছে ভারত। বাংলাদেশ সীমান্তের খুব কাছে উত্তর দিনাজপুরের চোপড়া ঘাঁটি বৃহস্পতিবার পরিদর্শন করেন ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর. সি তিওয়ারি। এক্সে ইস্টার্ন কমান্ড পোস্টে লিখেছে, ‘হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহম্মস্ত্রাকরপস-এর সেনাদের পরিদর্শন করেছেন লে. জেনারেল আরসি তিওয়ারি, আর্মি কমান্ড ইস্টার্ন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *