সমাজের আলো : টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শত রান পূর্ণ হওয়ার আগেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৩ রান তুলেছে টাইগার বাহিনী।জয়ের জন্য ৭৪ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় রান ৫০ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। এদের মধ্যে শুধু নাঈম শেখ দশের ঘর পেরুতে সক্ষম হন।
লিটন দাসের পর মাত্র ৫ রান করে ফিরে যান সৌম্য সরকারও। গোল্ডেন ডাকে ফিরেন লিটন। মিচেল স্টার্কের বলে সরাসরি বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি। সৌম্যকে আউট করেন জস হ্যাজেলউড। মুশফিকুর রহিমকে সাজঘরে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। আফিফ হোসেনকে অ্যারন ফিঞ্চের ক্যাচ বানান অ্যাডাম জাম্পা।
এরপর রিয়াদের সঙ্গে ২৯ রানের জুটি গড়েন তরুণ অলরাউন্ডার শামিম পাটোয়ারি। ধীরে ধীরে রানের চাকা এগিয়ে নিচ্ছিলেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬২ রানের মাথায় উইকেট খুইয়ে ফেলেন শামিম। অ্যাডাম জাম্পার বলে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আউট হওয়ার আগে ১৮ বলে ১৯ রান করেন শামিম। এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। তিনি ফিরে গেলে মেহেদী হাসানও এক বল খেলেই সাজঘরে ফিরেন।

