মোঃ সোহাগ হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শায় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে ০২ (দুই) কেজি গাঁজাসহ মর্জিনা (৫০) নামে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৭.৩০ ঘটিকায় উপজেলার বাগআঁচড়া গোগা টু সাতমাইলগামী রোডের নতুন কবর স্থানের সামনে পাকা রাস্তার উপর হতে ভ্যান যোগে যাওয়ার সময় শরীরের ভিতর বিশেষ ভাবে রক্ষিত ০২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।আটক মর্জিনা বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামের মৃত নুরু ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে গোগা টু সাতমাইলগামী রোডের নতুন কবর স্থান এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এই মহিলাকে আটক করে।বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ মাহামুদ আল ফরিদ ভুইয়াঁ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত বিষয়ে শার্শা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে ।

