মোঃ সোহাগ হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় পেঁয়াজের চাহিদা পূরণের জন্য শুরু হয়েছে শীতকালীন পেঁয়াজের আবাদ। এজন্য বাগআঁচড়ার বাজার কাচারী পট্টিতে বিক্রি হচ্ছে পেঁয়াজের চারা।বাগআঁচড়া বাজারে পেঁয়াজের চারা বিক্রি করতে শার্শা, ও কলারোয়া উপজেলাসহ উপজেলার বাইরে থেকেও ব্যাপারীরা আসছেন। এবং কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে ২০ থেকে ২৫ টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজের চারা।

বাগআঁচড়া বাজারে পেঁয়াজের চারা বিক্রি করতে আসা কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের মোঃ রবিউল সরদার, মোঃ ডিটু গাজী, কৃষক আবরাহাম, মোঃ গোলাম মোস্তফা, শার্শা উপজেলার বেনিখড়ী গ্রামের মোঃ মতলেব আলী, বাগুড়ী গ্রামের মোঃ আজিবার রহমান, মোঃ মতিয়ার রহমান, ও বাগুড়ী গ্রামের মোঃ হাচানুজ্জামান, জানান, দীর্ঘদিন ধরে আমরা জমিতে চারা উৎপাদন করে বিক্রি করি। আবার কিনেও বিক্রি করি। আমরা শুধু বাগআঁচড়া বাজারে না বিভিন্ন হাট-বাজারে এভাবেই পেঁয়াজের চারা বিক্রি করি।

কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামের কৃষক মুকুল হোসেন জানান- এখন শীতকালীন পেঁয়াজ চাষের জন্য ক্ষেত প্রস্তুত করেছি। বাগআঁচড়ার হাটে এসেছি পেঁয়াজের চারা কিনতে। এখান থেকে চারা কিনে ক্ষেতে রোপন করবো।একই ইউনিয়নের রতনপুর গ্রামের আরেক কৃষক আনছার আলী জানান- এ বাজারে পেঁয়াজের চারার দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তাতে অসুবিধা নেই। পেঁয়াজের চারা যে পাওয়া যাচ্ছে। এতেই আমরা খুশি।স্থানীয় উপসহকারি কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার রায় বলেন- আমরা মাঠে মাঠে যেয়ে কৃষকের সার্বিক সহযোগীতাসহ পরামর্শ দিয়ে যাচ্ছি। আবহাওয়া অনুকুলে থাকলে এই মৌসুমে সব ধরণের আবাদ ভালো হবে। এজন্য কৃষি বিভাগ সর্বক্ষণ কৃষকের পাশে আছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *