মেহেদী হাসান, খুলনা প্রতিনিধি:বাগেরহাটের কচুয়া উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত প্রধান আসামি মো: সজীব মোল্লাকে চট্রগাম মহানগরীর পতেঙ্গা উপজেলা থেকে গ্রেপ্তার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। সে কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার বারেক মোল্লার ছেলে।

গত ২৫ ফেব্রুয়ারি রাত একটার দিকে স্থানীয় দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে মেয়েটির ঘরে প্রবেশ করে। ভিকটিমকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসলে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ওই এলাকায় রহস্যের সৃষ্টি হলে র‌্যাব সেখানে ছায়া তদন্ত করে। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‌্যাব জানতে পেরে পতেঙ্গার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রী কলেজ এলাকায় অভিযান চালিয়ে মো: সজীব মোল্লাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে নিজে ও আরও জড়িতদের নাম স্বীকার করে। তাদেরও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে ব‌লে জানায় র‌্যাব ।বুধবার বিকালে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব ৬-এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *