সমাজের আলোঃ জে’লার বারহাট্রা উপজে’লার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন কর্তৃক অষ্টম শ্রেণির এক মেধাবী ছাত্রী ধ’র্ষণের শি’কার হয়েছে। ধ’র্ষণের এই ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ওই প্রধান শিক্ষকের বি’রুদ্ধে মা’মলা দা’য়েরের পর তার ফাঁ’সির দাবি জানিয়েছে নি’র্যাতিতা ছাত্রী ও তার পরিবার। মা’মলা ও নি’র্যাতিত পারিবারিক সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন দীর্ঘদিনধরে নিজ বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন সময় দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভনসহ বেশি নম্বর প্রদান, পরীক্ষায় উর্ত্তীর্ণের আশ্বাস, ভ’য়ভীতি প্রদান জি’ম্মি করে কৌশলে ছাত্রীদের যৌ’ন হয়রানী, ধ’র্ষণসহ নানান অ’পকর্ম চা’লিয়ে যাচ্ছিলেন। স্কুলের মেধাবী সুন্দরী ছাত্রীদের নানান প্রলোভন দেখিয়ে নিজ কক্ষে আ’টকে রেখে শা’রীরিক সম্পর্কে বা’ধ্য করতেন। পরে মামলা দায়ের করা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

