সমাজের আলো : ভারতে স্ত্রীর সামনে দুই মেয়েকে খুন করেছে বাবা। পরে স্ত্রীকে মারতে গেলে বাধা দিতে গিয়ে পুলিশ ও অটো চালকসহ আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের ত্রিপুরার খোয়াই।এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।স্থানীয় বেশ কয়েকটি বাড়িতেও ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন হওয়ায় এই কাণ্ড ঘটিয়েছে ওই ব্যক্তি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, অভিযুক্ত প্রদীপ দেবরায় উত্তর রামচন্দ্রঘাটের শেওড়াতুলির বাসিন্দা।

