সমাজের আলো। ।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবা-মাকে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার শাহাদাত উপজেলার বিজয়নগরের মুকন্দুপুরের সেজামুড়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে। মঙ্গলবার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মেয়ে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ছে। এ ঘটনায় তার মা বাদী হয়ে আখাউড়া থানায় একটি মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রীর মায়ের জা রিনা আক্তারের ছোট ভাই শাহাদাত। শাহাদাত ২০১৮ সাল থেকে তার বোনের সাথে বসবাস করছেন।
