সমাজের আলো : দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮শে মার্চ সারা দেশে আধা বেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ হরতালে বিএনপির সমর্থন থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শনিবার রাজধানীর বনানী এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এ কথা জানান।

আমান উল্লাহ আমান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাম মোর্চা হরতালের ডাক দিয়েছে। তারা অবশ্যই ভালো কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচিতে অবশ্যই আমাদের সহায়তা এবং সমর্থন থাকবে।

এ ছাড়া একই দিনে আধাবেলা হরতাল ডেকেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীও। শুক্রবার বিকালে রাজধানীর ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে ভোজ্যতেল, চাল-ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২৮ মার্চ সব রাজনৈতিক দল ও সব জনগণকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানাই। ওইদিন বাসার বাইরে বের হবেন না। বের হলেও হরতালে যোগ দেয়ার জন্য বের হবেন।

সবাই মিলে দলমত নির্বিশেষে যে যেভাবে পারেন হারতাল পালন করবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *