সমাজের আলো: সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর একটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গৃহবধূর নাম বিনাশি। তিনি সদর উপজেলার বারপোতা গ্রামের গোশায় চন্দ্রের স্ত্রী।
গৃহবধূর জামাই স্বদেপ মন্ডল জানান ,তার শাশুড়ি ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল।রাত ৩ টার দিকে মশারির মধ্যে একটি সাপ ঢুকে তার পায়ে কামড় দেয়।তারা প্রথমে স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ানো হয়।শনিবার সকাল দশটার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।
