সমাজের আলো: কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে ফের সরকারি ( খাস) জমিতে নিয়ম বহির্ভূত ভাবে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ।

শুক্রবার (০৩ রা জুলাই) সকাল থেকে উপজেলার সীমান্তবর্তী ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার মসজিদের সামনে দখল করা হচেছ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই বালিয়াডাঙ্গা বাজার মসজিদের সম্মুখের সরকারি জমি জবর দখল করে নিয়ম বহির্ভূত ভাবে কলম পিলার সহ ৪ তলার ফাউন্ডেশন করে ২ টি ঘর নির্মাণ করছে স্থানীয় মিজানুর রহমান (৫৫) ও মহসিন আলী (৪৫)।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা’কে জানানো হলে তিনি ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয় সূত্র আরো জানায়, বালিডাঙ্গা বাজারে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের ঘটনা নতুন কিছু নয় । অতি সম্প্রতি ঐ বাজারের আনসার ক্লাবের পশ্চিম পাশে প্রায় ২.৫ শতক সরকারি (খাস) জমিতে কলম পিলার সহ ৪-৫ টি দোকানের পজিশন নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করে পাশ্ববর্তী কাকডাঙ্গা গ্রামের সফি ইসলাম ।

এ দিকে ক্রমাগত ভাবে দখল হতে থাকা কলারোয়া উপজেলার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের প্রাণকেন্দ্র বালিয়াডাঙ্গা বাজারটিতে কুখ্যাত ভূমি দস্যুগন কতৃক নির্মিত অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ পূর্বক দখল মুক্ত করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন জনসাধারণ ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *