সমাজের আলো : সাতক্ষীরায় বাল্যবিবাহ, যৌন হয়রানি, যৌন শোষণ ও শিশু সুরক্ষায় বিশেষ অবদান রাখায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে জেলা পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা প্রকল্প অফিসে বিকাল তিনটায় সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও শিশু সুরক্ষা কমিটির কারিগরি সহযোগিতায় বাল্যবিবাহ, যৌন হয়রানি, যৌন শোষন এবং শিশু সুরক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা’র ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আযম, সমাজ সেবা অধিদপ্তর সহকারি পরিচালক মো. রোকুনুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা, মো. জাহারুল ইসলাম, সিভিল সার্জন অফিস সাতক্ষীরার সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য অফিসার পুলক চক্রবর্তী প্রমুখ।

এছাড়া সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ইয়ূথ সদস্য, শিশু সুরক্ষা নেটওয়ার্ক এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাল্যবিবাহ, যৌন হয়রানি, যৌন শোষণ এবং শিশু সুরক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ওসিসি সাতক্ষীরা এর প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইয়ুথ সদস্য ও জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক জেনেভা কনভেনশনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী মাসুদ রানা, সাতক্ষীরা এনসিটিএফ এর সভাপতি শেখ মিফতাহুল জান্নাত, তালা কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটর মো. আসাদুল ইসলাম, সাতক্ষীরা এনসিটিএফ এর সাবেক সভাপতি পূজা দাস, এনসিটিএফ এর সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল, উন্নয়ন ও অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্সে’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মেহেদী হাসান।

এসময় ব্রেকিং দ্য সাইলেন্সে’র মো. আব্দুল মান্নান, সাজেদা হোসেন, সোহেল মাহমুদ, মো. শিমুল হোসেন, সালাউদ্দিন রানা, হুমায়রা জামান, মো. জাকির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *