সমাজের অলো : মুজিব জন্মশতবর্ষকে সামনে রেখে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে জোড়া মাথার শিশু রাবেয়া-রোকেয়া। গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং রাবেয়া ও রোকেয়া সিএমএইচ থেকে ‘শুভ গৃহ প্রত্যাবর্তন’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। এ সময় রাবেয়া ও রোকেয়ার মা তাছলিমা বেগম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই দেশে-বিদেশে চিকিৎসা পায় দুই শিশু। হাঙ্গেরি সরকারের সহযোগিতায় অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের সক্রিয় অংশগ্রহণে ঢাকা মেডিকেল কলেজ ও হাঙ্গেরিতে তাদের ছোট-বড় মিলিয়ে ৪৮টি অস্ত্রোপচার হয়। ২০২০ সালের ১লা আগষ্ট ঢাকার সিএমএইচে এই জোড়া মাথা আলাদা করার জটিল অস্ত্রোপচার শুরু হয় এবং ৩৩ ঘণ্টার পর রাবেয়া-রোকেয়াকে আলাদা করা সম্ভব হয়, যা বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে এক অনন্য সাফল্য বলে মনে করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, আজকে রাবেয়া-রোকেয়া বাড়ি ফিরে যাবে। বাবা মা’র কোলে তারা হেসে-খেলে বেড়াবে, এটা সত্যিই খুব বড় পাওয়া।

