সমাজের আলো: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রংপুর কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পাশাপাশি চেয়ার-টেবিলে বসে ‘কাজ’ করছিলেন কয়েক ব্যক্তি। আচমকা সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে আটক করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে জানা গেল আটকরা দালাল চক্রের সদস্য। গতকাল রবিবার দুপুরে কাচারিবাজার এলাকার ওই অফিসটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির অতিরিক্ত উপ-কমিশনার উত্তম প্রসাদ পাঠক চক্রের কাজের কৌশল সম্পর্কে বলেন, ওই দপ্তরে যাওয়া সব সেবা-প্রত্যাশিকে লম্বা সময় দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পরে দালালরা বাইরে এসে তাদের সঙ্গে রফদফা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

