যশোর প্রতিনিধি: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ ঘরে বসে বসে সমালোচনা করেন। ঘর থেকে বের হননা। এই করোনাকালে বসে ছিলাম না। প্রতিদিন । আমরা জানি যে করোনায় আক্রান্ত হয়ে যে কোন সময় মৃত্যু হতে পারে। তাই বলে হাত গুটিয়ে বসে থাকার শিক্ষা আমাদের নেত্রী আমাদের দেননি। তিনি কাজ করছেন। আর ওনারা, বিএনপির নেতারা টেলিভিশনে উঁকি দিয়ে দিয়ে কথা বলছেন।

আজ বুধবার দুপুরে যশোর সার্কিট হাউজে করোনাকালীন পরিস্থিতিতে খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সফল ভাবে নেতৃত্ব দেয়ার কারনে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার পৃথিবীতে সর্বনিম্ম যে কয়টি দেশ তার মধ্যে বাংলাদেশ রয়েছে। করোনা বাংলাদেশে ৫ মাস এসেছে তবে একটি মানুষও না খেয়ে মৃত্যুবরণ করেনি। কারো মধ্যে খাদ্যের জন্য কোন হাহাকার নেই। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক ভাই বোনেরা সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন। এভাবে যারাই মানুষের পাশে দাঁড়িয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। যে ভাবে বাংলাদেশে সাংবাদিকদের করোনাকালীন সহায়তা দেয়া হচ্ছে, তা আশে পাশের কোন দেশে দেয়া হচ্ছেনা। ভারতেও দেয়া হচ্ছেনা। নেপালে দেয়া হচ্ছেনা । এই সহায়তা আরও সাংবাদিকদের পর্যায়ক্রমে দেয়া হবে। সরকারের পক্ষ থেকে যে সহায়তা করা হবে সেটি সবার জন্য করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন সমালোচনা কাজ করার ক্ষেত্রে সহায়ক।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও যশোর সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর -৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম, পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোর সভাপতি, জাহিদ হাসান টুকুন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোহম্মদ মাহবুব আলম, বিএফইউজের সহ সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান। অনুষ্ঠানে যশোরের ৪৮ জনসহ খুলনা বিভাগের নয় জেলার ৩৩৮ সাংবাদিকদের মধ্যে প্রতিজন দশ হাজার টাকা করে এ চেক বিতরণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *