বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় যুবদলের বিশাল আনন্দ র‍্যালি

সমাজের আলো। : আগামী ২৫ শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সমন্বয়ক ও সাবেক পৌর কাউন্সিল আইনুল ইসলাম নান্টার নেতৃত্বে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চায়না বাংলা মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালি পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ সিয়াম, জেলা যুবদলের সহসমন্বয়ক ফরিদ উদ্দিন ফরিদ, আলিমুজ্জামান আলিম, সদর থানা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, জিয়ারুল ইসলাম জিয়া, সৌর যুব দলের যুগ্ম আহবায়ক উজ্জল সাধু, কলারোয়া যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, কবির হোসেন, দেলোয়ার হোসেন, রাজু প্রমুখ। তারেক রহমান আসছে মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে রাজপথ কাঁপছে এই স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর। জেলা যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল আনন্দ র‍্যালি রূপনায় জনসমুদ্রে। আনন্দ র‍্যালি পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবদলের নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও শক্তিশালী হবে বলে জানায় নেতাকমীরা। এসময় জেলা, উপজেলা, পৌরসহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *