সমাজের আলো : দেশবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনকে বিভ্রান্ত করতে বিপুল অর্থ ব্যয় করে বিএনপি-জামায়াতের লবিস্ট নিয়োগ করা এবং এ লবিস্ট নিয়োগে কত টাকা ব্যয় করেছে সেই গোপন তথ্য দালিলিক প্রমাণসহ সংসদে ফাঁস করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। দেশের অমঙ্গল ডেকে এনে নিজের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য বিএনপি নানামুখী অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।দেশবিরোধী ষড়যন্ত্র করার জন্য বিএনপি-জামায়াতের প্রতি ধিক্কার ও নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি প্রথম লবিস্ট নিয়োগ করেছিল যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য। দেড় লাখ ডলার ব্যয়ে একটি মার্কিন প্রতিষ্ঠানকে এজন্য নিয়োগ দেয়া হয়। এভাবে দেশের স্বার্থবিরোধী কাজের জন্য বিএনপি আটটি প্রতিষ্ঠানকে লবিস্ট হিসেবে নিয়োগ দেয়। লবিস্টের জন্য ব্যয় করা এই অর্থের উৎস্য নিয়েও প্রশ্ন রয়েছে। বিএনপির নিয়োগ লবিস্টরা চিঠি দিয়ে বলেছে বাংলাদেশে সাহায্য, সহায়তা বন্ধ করে দিতে। উন্নয়ন যাতে ব্যাহত হয় তার জন্য তারা যুক্তরাষ্ট্র সরকারকে বলেছে। তাদের এমন রাষ্ট্রবিরোধী কর্মকা-ের তীব্র নিন্দা জানাই।স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে প্রদত্ত বিবৃতি প্রদানকালে তথ্য-প্রমাণসহ বিএনপি-জামায়াতের দেশবিরোধী এসব অপতৎরতা ফাঁস করেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর ফ্লোর নিয়ে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী অবিলম্বে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ এবং বিপুল অর্থ ব্যয় করে লবিস্ট নিয়োগসহ দেশবিরোধী অপতৎপরতার সঙ্গে জড়িত বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার দাবি জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *