সমাজের আলো : বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ‘বিএসএফ’ এর ভূমিকা নিয়ে সমালোচনায় সরব দেশটির মানবাধিকার সংগঠনগুলো। সম্প্রতি সিতাই সীমান্তে বিএসএফের গুলির ঘটনায় লেখক-বুদ্ধিজীবী-অভিনেতা-অভিনেত্রীরাও প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন।আলোচিত ফেলানি হত্যাকাণ্ডের বিচার ঝুলে থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নাগরিক অধিকার সুরক্ষার দাবিতে সোমবার সন্ধ্যায় কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় উঠে আসে, সীমান্তে কাঁটাতারের বেড়ার আশপাশের মানবিক সংকটের বিষয়টি।

