আজহারুল ইসলাম সাদীঃ বিচার বিভাগ এর আয়োজনে, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৭ জুন) সাতক্ষীরা’র সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত বিদায়ী অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন, বিদায়ী অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এসময় আরে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিজ্ঞ বিচারক এবং জেলা ও দায়রা জজ মোঃ গোলাম আযম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলামসহ সাতক্ষীরার বিজ্ঞ বিচারকবৃন্দ, প্রশাসন বিভাগের কর্মকর্তা ও বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সম্মাননা স্মারক তুলে দেন। একই সাথে বিদায়ী অতিথি এস এম মোস্তফা কামাল ও সিনিয়র জেলা ও দায়রা জজ এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিজ্ঞ বিচারক মোঃ গোলাম আযম, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ফারুক ইকবাল ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জিয়ারুল ইসলাম, বিদায়ী অতিথির উদ্দেশ্যে সাতক্ষীরা’র সিনিয়র জেলা ও দায়রা জজ এর কবিতা “বিদায়, শুভ বিদায়” আবৃত্তি করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তার। বিদায়ী অতিথি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তাঁর বক্তব্যে বলেন, চমৎকার এই বিদায় সংবর্ধনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সাতক্ষীরায় তাঁর আড়াই বছরের অধিক সময়ের পথচলায় বিচার বিভাগ, সাতক্ষীরার সৌহাদ্যপূর্ণ সহযোগীতার বিষয়ে তুলে ধরে সাতক্ষীরার বিচার বিভাগের প্রধান মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের মানবিকতা ও উদারতার বিষয়ে উল্লেখ করে বলেন, “দুই আদালতের মধ্যকার রাস্তার ক্ষেত্রে জেলা জজ এর সক্রিয়তা ও আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে আরো বলেন, আমি তাঁর তৎপরতায় চেষ্টা করেছি সর্বোচ্চ সাড়া দিতে। অনুষ্ঠানের সভাপতি, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তাঁর সভাপতির বক্তব্যে রাষ্টের সকল বিভাগের মাঝে আন্তরিক ও সহযোগীতা মূলক সম্পর্কের উপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা কেউ কারো প্রতিযোগী নই বরং সহযোগী। আমরা যে যেখানেই আছি সেটিই আমাদের জন্মস্থান মনে করে কাজ করতে হবে। জীবনে যদি ভালো কিছু করতে পারি, তা জন্মস্থানের জন্যই করে যাবো। দেশের প্রতি আমাদের ঋণ আছে, সর্বদা সেই বিষয়টি মনে রেখে আমাদের চারপাশে আলো ছাড়াতে হবে এবং ঋণ শোধ করতে হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *