সমাজের আলো : বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে এল এসডি মাদকসহ এক ভারতীয় নাগরিকে আটক করেছে। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গোয়ালচাতর গ্রাম থেকে মাদকসহ তাকে আটকে করা হয়।
আটককৃতর ভারতীয় নাগরিকের নাম সুভাস সরকার। তার বাড়ি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পুলধর গ্রামে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির কাকডাঙ্গা ক্যাম্পের নায়েব সুবেদার আবু তাহের জানান, সন্দেহভাজন হিসেবে সুভাস সরকারকে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে উদ্ধার করা হয় দুই বোলত এলএসডি ও দশ বোতল মদ।
এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

