সমাজের আলো : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা বালাটারী গ্রামে সেচযন্ত্র চালানোর জন্য দেয়া বিদ্যুৎ সংযোগের তারে স্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সম্পর্কে ওই দুই শিশু ফুফাতো ভাই। এলাকাবাসী জিয়াউল হক জানান, ওই গ্রামের অধিবাসী আবু বক্কর মিয়া বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে সেচযন্ত্র চালিয়ে নিজ বোরো ক্ষেতে সেচ দিয়ে আসছেন। বুধবার ওই সংযোগ তার মাটিতে পড়ে যায়। এ অবস্থায় একই গ্রামের মমিনুল ইসলামের ছেলে আল আমিন (১০) ও আজিমুল হকের ছেলে আলিমুল হক (৫) খেলতে গিয়ে মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

