সমাজের আলো : নিউজিল্যান্ডের হ্যাগলি ওভালে নিজেদের প্রথম ইনিংসে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। সাউদি ও বোল্টের বোলিং তোপে কাঁপছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এরই মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এখন প্রশ্ন উঠেছে ফলোঅন এড়াতে পারবে কি টাইগাররা? যেটা কঠিনই মনে হচ্ছে। ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ৩২২ রান। এই মুহূর্তে চা বিরতিতে দুই দল। চা বিরতিরএদিকে হ্যাগলি ওভালে দ্বিতীয় দিনে ৬ উইকেট হারিয়ে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা। কিউইদের হয়ে ২৫২ রান করেন অধিনায়ক টম লাথাম এবং ১০৯ রান করেছেন কনওয়ে। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পান শরিফুল এবং এবাদত হোসেন।অধিনায়ক টম লাথামকে প্যাভিলিয়নে ফেরানোর পর ঝড়ো গতিতে ব্যাটিং করতে থাকেন টম ব্ল্যান্ডেল। ৮ চারে ৬০ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। এদিকে কিউই অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরানোর আগে নিউজিল্যান্ডের অধিনায়ক লাথামের পাশে জ্বলজ্বল করেছে ২৫২ রান। ২ ছয় এবং ৩৪ চারের কল্যাণে ক্যারিয়ারের প্রথম আড়াইশ রান করেছেন তিনি।এদিকে প্রথম দিনের হতাশার পর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় দিনে সোমবার (১০ জানুয়ারি) দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা বলতে গেলে বাংলাদেশের পকেটে গেছে। আগের দিনের মাত্র এক উইকেটের পর এদিন চার চারটি উইকেট শিকার করেছে বাংলাদেশি বোলাররা।তবে দ্বিতীয় দিনে এসে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নামলেও কাজ যা করার আগেই করে ফেলেছেন টম লাথাম-কনওয়েরা। বলতে গেলে রান পাহাড়ে স্বাগতিকরা।কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্বের গুরুদায়িত্ব টম লাথামের কাঁধে। সেই চাপেই কি না, প্রথম টেস্টে ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে পারেননি। তবে দ্বিতীয় টেস্টে যেন আস্ত ‘রানমেশিন’ বনে গেলেন তিনি। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি পূর্ণ করার পর দ্বিতীয় দিনে দেখা পান ডাবল সেঞ্চুরির।

