সমাজের আলোঃ ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত উদ্যেগে “” বিনা মূল্য শাক সবজি বিতরণ অব্যাহত রেখেছে সেঞ্চুরি একাডেমি। এ সংগঠনটি নিয়মিত সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হচ্ছে । সুলতান পুর নুরুল, হক লিটু পাপা, ডাক্তারের এর মাধ্যমে ০ সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ৯২০, অন্যান্য৭০, দুই আইটেমর মোটঃ১১৫১ পরিবার কে বিনামূল্যে তাজা শাক সবজি বিতরণ করা হয়।সামাজিক দূরত্ব বজায় রেখে,সুশৃঙ্খলভাবে প্রতিদিনের ন্যায় সরাসরি কৃষকের কাছ থেকে শাক-সবজি কিনে তা সরাসরি অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা।কার্যক্রমটি বাস্তবায়ন এর ক্ষেএে নিরালস কাজ করে যাচ্ছে সেঞ্চুরি একাডেমীর কর্মকতা এজাজ আহমেদ স্বপন, সালাহউদ্দীন রানা,রুহুল কুদ্দুস,শাহিন,মহাদেব,সিরাজুল ইসলাম প্রমুম।

