সমাজের আলো : বিনেরপোতায় সরকারি খাল উদ্ধারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছেন এলাকাবাসী। সোমবার এলাকাবাসীর পক্ষে লাবসা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম এ স্মারকলিপি পেশ করেন।ওই স্মারকলিপিতে তিনি বলেন, লাবসা ইউনিয়নের বিনেরপোতা মৌজায় খতিয়ান নং-১/১, দাগ নং ১৬৮৪, ১৬৮৫ দাগের খালটি বিনেরপোতা বেতনা নদী হয়ে বিনেরপোতা মন্দিরের পাশ দিয়ে ইটভাটার মালিক আবুল হোসেন মোহাম্মদ মাকছুদুর রহমানের ইটের ভাটার পাশ দিয়ে যাওয়ার কারণে খালের বেড়িবাধ উঠিয়ে দিয়ে খালটি ইটভাটার মধ্যে অন্তর্ভূক্ত করে নিয়েছে। ফলে পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। অথচ দীর্ঘদিন ধরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এর পিছন দিয়ে উক্ত খালটি শালিখা নদীতে গিয়ে মিশেছে। খালটি দিয়ে অত্র এলাকার শতশত বিঘা জমির পানি নিষ্কাশিত হয়ে আসছিল। কিন্তু অত্র এলাকার আবুল হোসেন মোহাম্মদ মাকছুদুর রহমান সম্পূর্ণ গায়ের জোরে খালটি দখল করে নিয়েছে। ইতোমধ্যে বেতনা নদী খনন কার্যক্রম শুরু হয়েছে। নদী খননের পরে পানি নিষ্কাশনের জন্য খালটির বিশেষ প্রয়োজন। যে কারণে ওই খালটি উদ্ধার করা জরুরি। তিনি আবুল হোসেন মোহাম্মদ মাকছুদুর রহমান যাতে খালটিকে ইটেরভাটার মধ্যে ব্যবহার করতে না পারে বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

