সমাজের আলো : করোনার সংক্রমণ ফের দ্রুতগতিতে বাড়ছে। দু’মাসের মধ্যে গতকাল ছিল সর্বোচ্চ শনাক্তের হার। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। রাজধানীর করোনার নির্ধারিত কিছু হাসপাতালে আইসিইউ’র আসন মিলছে না। সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, আবার বড় কোনো ধাক্কা আসতে পারে সামনে। বর্তমান অবস্থা একটা বিপদ সংকেত। বর্তমান পরিস্থিতি তারই লক্ষণ। এবার বয়স্কদের সঙ্গে তরুণরাও বেশ আসছেন হাসপাতালে।

