সমাজের আলো : জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে লিগ্যাল এইড অফিসের ভূমিকা প্রসংশনীয়। এখানে আপোষে বিরোধ নিষ্পত্তি হওয়ায় উভয় পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে এবং আদালতে মামলা দায়েরের সংখ্যাও কমছে। তিনি আরও বলেন, লিগ্যাল এইড অফিস কেবল অসহায় মানুষের মামলা পরিচালনার খরচ দেয়না, একই সাথে আইনগত পরামর্শসহ আপোষে বিরোধ নিষ্পত্তি করে মামলা জট কমাতেও সহায়তা করছে।মঙ্গলবার বিকেল ৪টায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন, জিপি এড. শম্ভুনাথ সিংহ, পিপি এড. আব্দুল লতিফ, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, অধ্যক্ষ আশেক-ই এলাহী, এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, এড. মুনিরুদ্দীন, সাকিবুর রহমান বাবলা প্রমূখ।সভায় প্যানেল আইনজীবীদের বিল প্রদান, লিগ্যাল এইড অফিসে জেল খানা সহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা হতে প্রেরীত আবেদন এবং আপোষ-মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনাসহ সমগ্র সভাটি পরিচালনা করেন, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *