সমাজের আলো : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৩৯ জনের। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৪৮ জনের। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪২ লাখ ৪০ হাজারের বেশি মানুষের। সোমবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ কোটি ৯০ লাখের বেশি মানুষের। করোনা থেকে সেরে উঠেছেন ১৭ কোটি ৯৬ লাখের বেশি মানুষ।করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬৮ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৩৮০ জনের।

