সমাজের আলো। ।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ, পাকিস্তানের চেয়েও ভারত পিছিয়ে পড়ায় মোদির তীব্র সমালোচনা করেন তিনি। শনিবার রাহুল বলেছেন, পকেট ভর্তি করতে ব্যস্ত আছে বিজেপি সরকার। ২০২০ সালে ২০.৪ স্কোর নিয়ে ১০৭টি দেশের মধ্যে ৭৫তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

