সমাজের আলো।। বিষধর গোখরোকে নিয়ে ছেলেখেলা করতে গিয়ে তিন বার ৬ ফুট লম্বা সাপের ছোবল খান উত্তরপ্রদেশের বাসিন্দা। সাপটির টুঁটি ধরে মাথার উপরে হাত তুলে রাস্তার ধারে বসেছিলেন ওই প্রৌঢ়।গলায় জড়ানো বিষাক্ত গোখরো। ওই অবস্থাতেই চিৎকার করে নিজের সাহস নিয়ে বড়াই করছেন বৃদ্ধ। মারাত্মক বিষধর সরীসৃপটিকে নিয়ে ছেলেখেলার খেসারত দিতে হল উত্তরপ্রদেশের রামপুরের পঞ্চাশোর্ধ্ব প্রৌঢ়কে। এক বার নয়, পর পর তিন বার ৬ ফুট লম্বা সাপের ছোবল খান তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সাপের কামড় খাওয়ার এই ভিডিয়োটি।

