সমাজের আলো।। চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ্যপান করে গত ৩ দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা বিষয়টি গোপন করে একের পর এক দাফন সম্পন্ন করে। কিন্তু রোববার রাতে বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় শ্রমিক শ্রেণির ১০/১২ জন অ্যালকোহল পান করলে তিনদিন ধরে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে। শুক্রবার থেকে রোববার রাত পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদক বিক্রেতা সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের লাল্টু মিয়া (৪৫), শহীদ মোল্লা (৫০) ও ছমির উদ্দীন (৫৫), একই উপজেলার খেজুরা গ্রামের সেলিম হোসেন (৩৮), পিরোজখালী গ্রামের মোহাম্মদ লাল্টু (৩৮) এবং নফরকান্দি গ্রামের খেদের আলী (৫৫)। এ ঘটনায় ডিঙ্গেদহ এলাকার আলিম উদ্দিন সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। চুয়াডাঙ্গার সদর থানার পরিদর্শক অপারেশন মো. হোসেন আলী জানান, গত রোববার রাতে দু’জন ব্যক্তি চুয়াডাঙ্গা সদর থানায় এসে শঙ্করচন্দ্র এলাকায় কয়েকজন শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর খবর জানায়




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *